সোমালিয়া ওয়েব নিউজ: বিহারের বেত্তিয়ার এলাকার এক যুবকের পেট থেকে স্টিলের গ্লাস বের করে চিকিৎসকরা।জানা গিয়েছে, সেখানে ২২ বছর বয়সী এক যুবক কয়েকদিন আগে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এমনকি, তাঁর মলদ্বার থেকে রক্তও বেরোতে থাকে। অবস্থা বেগতিক দেখে তাঁকে সঙ্গে সঙ্গে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা ওই যুবককে পরীক্ষা করে জানতে পারেন যে, তাঁর পেটে প্রায় ১৪ সেন্টিমিটার (৫.৫ ইঞ্চি) লম্বা একটি স্টিলের গ্লাস আটকে রয়েছে। আর সেই কারণেই তিনি পেটে ব্যথা অনুভব করার পাশাপাশি, তাঁর মলদ্বার থেকে রক্তও বেরোতে থাকে। এমতাবস্থায়, ওই যুবকের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এই প্রসঙ্গে অস্ত্রোপচারের নেতৃত্বে থাকা চিকিৎসক ইন্দ্র শেখর কুমার জানিয়েছেন যে, এই অস্ত্রোপচারটি ১১ জন চিকিৎসকের একটি দল নিয়ে সম্পন্ন করা হয়। পাশাপাশি, ওই যুবকের শরীর থেকে সফলভাবে স্টিলের গ্লাসটি বের করা গেছে বলেও জানান তিনি। যুবকটির শরীর থেকে গ্লাসটি বের করার জন্য প্রথমে তাঁর কোলোস্টমি করা হয়েছিল। মূলত, এটি হল এমন একটি সার্জারি যেখানে অন্ত্রে একটি গর্ত তৈরি করা হয় এবং ক্ষত নিরাময়ের জন্য একটি ছোট ব্যাগ লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি, জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে এবং জানুয়ারিতে তাঁর কোলোস্টোমি অপসারণ করা হবে। চিকিৎসকদের দাবি, ওই যুবকটি যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তখন নিশ্চয়ই ওই স্টিলের গ্লাস তাঁর শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। তাই, তাঁর কিছুই মনে নেই।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন