October 5, 2025

দুই স্ত্রীয়ের সঙ্গে করবা চৌথ পালন বিজেপি সাংসদের, বিতর্ক নেটপাড়ায়,

সোমালিয়া ওয়েব নিউজ: গোটা দেশজুড়ে পালিত হয়েছে করবা চৌথ উৎসব। এই উৎসবটি দেশের বিভিন্ন প্রান্তের মানুষ উদযাপন করে থাকেন। এক্ষেত্রে প্রতিটি বিবাহিত মহিলা সারাদিন উপোস করার মাধ্যমে পরবর্তীতে চাঁদ দেখার পরমুহূর্তে তার স্বামীর মুখ প্রত্যক্ষ করে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে দৃশ্য উঠে এসেছে, তা দেখে চক্ষু চড়ক গাছ গোটা দেশবাসীর।
সোশ্যাল মিডিয়ায় রাজস্থানের উদয়পুর থেকে একটি দৃশ্য উঠে এসেছে, যেখানে বিজেপি সাংসদ অর্জুনলাল মীনার একটি ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। যেখানে বিজেপি নেতাকে তার দুই স্ত্রীয়ের সঙ্গে উক্ত উৎসব পালন করতে দেখা গিয়েছে।
দুবারের বিজেপি সাংসদ অর্জুনলাল মীনা রাজ্য রাজনীতিতে বেশ উল্লেখযোগ্য নাম। ২০১৪ সালে প্রথমবারের মতো উদয়পুর থেকে সাংসদ পদে জয় লাভ করেন তিনি। পরবর্তীতে গত বিধানসভা নির্বাচন তথা ২০১৯ সালে পুনরায় একবার লোকসভা ভোটে জয়যুক্ত হন তিনি। শুধু তাই নয়, ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বিধায়ক পদে নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে দলের তরফ থেকে তাঁকে লোকসভা ভোটের টিকিট দেওয়া হয়।তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দুই স্ত্রীয়ের সঙ্গে উৎসব পালন করার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। প্রসঙ্গত, অর্জুনলাল মীনার দুই স্ত্রী মীনাক্ষী এবং রাজকুমারী সম্পর্কে দুই বোন। রাজকুমারী পেশায় একজন শিক্ষিকা এবং মীনাক্ষী গ্যাস এজেন্সির মালিক। এক্ষেত্রে ভাইরাল হওয়া ছবিতে হাসিমুখে দেখা গিয়েছে বিজেপি নেতাকে, যা ঘিরে বর্তমানে উত্তাল নেট দুনিয়া।চলছে বিতর্কও।

Loading