October 5, 2025

ভারতের স্টার কিডসদের পড়াশোনা নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: নীতা আম্বানি প্রতিষ্ঠিত ‘ধীরুভাই আম্বানি স্কুলে’ বেশিরভাগ স্টার কিডসরা পড়াশুনা করে। স্টার কিডসরা এই স্কুলেই কেন চলুন আজ আমরা আপনাকে জানাবো।মুকেশ আম্বানি তার বাবার স্মরণে ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’ ২০০৩ সালে চালু করেন। খুব কম লোকই জানে এই স্কুলের প্রতিষ্ঠাতা হলেন নীতা আম্বানি ও তার মেয়ে ঈসা আম্বানি। বর্তমানে এই স্কুলটি বেসরকারি স্কুলের মধ্যে বিশ্বের জনপ্রিয় স্কুল। আসলে এই স্কুল বিলাসবহুল সুবিধা ও উচ্চমানের শিক্ষার জন্য গোটা বিশ্বে পরিচিত।এই স্কুলে যেমন বিলাসবহুল সুবিধা রয়েছে তেমনি ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল ফিস’ আকাশছোঁয়া। যেটি সেলিব্রেটি ছাড়া সাধারণ মানুষ ও মধ্যবিত্ত মানুষের জন্য মোটেও প্রযোজ্য নয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই স্কুলে LKG থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিশুদের এক বছরের ফি ১.৫ লক্ষ টাকা। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক ফি ৫ লক্ষ ৯০ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য পড়ুয়াদের বার্ষিক ফি ১০ লক্ষ টাকা।নীতা আম্বানির এই স্কুল ক্যাম্পাসে অডিটোরিয়াম থেকে শুরু করে নিত্যকক্ষ, যোগকক্ষ, পরীক্ষাগার, বড় খেলার মাঠ ও শিক্ষাস্থানে অনেক সুবিধা প্রদান করে। আর যদি এই স্কুলের শিক্ষার্থীদের কথা বলি, তাহলে শাহরুখ খান, ঐশ্বর্য রিয়া রাই, আরধ্যা বচ্চন, সাইফ আলী খানের মতো বড় বড় সুপারস্টারদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে বলে জানা গিয়েছে।

Loading