সোমালিয়া ওয়েব নিউজ: আমেরিকার পালামেন্টে প্রস্তাবে প্রেসিডেন্ট জো বাইডেনকে এর সমর্থনে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরেই এই প্রয়াস চলছিল। কিন্তু এই প্রথম তা প্রকাশ্য প্রস্তাব আকারে আমেরিকার পার্লামেন্টে পেশ করা হল। প্রতিনিধি সভায় প্রস্তাবটি উত্থাপন করেন দুই কংগ্রেস সদস্য রো খন্না এবং স্টিভ চ্যাবট। প্রস্তাবাকারে বলা হয়েছে, ’৭১-এর যুদ্ধে পাক সেনার কৃতকর্মের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে।তার পরেই এ বিষয়ে টুইট করেন স্টিভ। তাতে তিনি লেখেন, ১৯৭১ সালের বাংলাদেশ গণহত্যাকে ভুলে গেলে চলবে না। ওহিয়োর ফার্স্ট ডিস্ট্রিক্টে আমার হিন্দু ভোটদাতাদের সাহায্য নিয়ে রো খন্নার সঙ্গে আমি এই প্রস্তাব উত্থাপন করেছি যে, সেই সময় পাক সেনা কর্তৃক বাঙালি এবং হিন্দুদের বিরুদ্ধে গণহত্যাই সংঘটিত হয়েছিল।একই ভাবে টুইট করেছেন রিপাবলিকান রো খন্নাও। ওই সময়কে বিস্মৃত গণহত্যা বলে অভিহিত করে তিনি লিখেছেন, এ ব্যাপারে স্টিভের সঙ্গী হতে পেরে তিনি গর্বিত।এখন দেখার এই প্রস্তাবে কি প্রভাব পড়ে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু