October 5, 2025

কাঁচি দিয়েই মহিলা ম্যানেজার শায়েস্তা করলো ডাকাতকে

সোমালিয়া ওয়েব নিউজ: ব্যাঙ্ক ডাকাতি করতে এসে দারুণভাবে শায়েস্তা হল এক ডাকাত। শুধু তাই নয়, সেই সংক্রান্ত ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।মূলত, রাজস্থানের শ্রীগঙ্গানগরে ওই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। যেখানে একটি ব্যাঙ্কে ছুরি হাতে হঠাৎই এক ডাকাত প্রবেশ করে। এমতাবস্থায়, তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত সবাই। এমনকি, ছুরি হাতেই ব্যাঙ্কের ভেতরে চতুর্দিকে ঘোরাঘুরি করতে থাকে ওই ডাকাতটি। তার মুখটি পুরোপুরি ভাবে ঢাকা ছিল। যদিও, তারপরেই ওই ব্যাঙ্কের মহিলা ম্যানেজারের ভূমিকা সবাইকে অবাক করে দেয়।তিনি কাঁচি হাতেই প্রবল সাহসের সাথে ওই ডাকাতকে প্রতিহত করেন। এমনকি, তার সাথে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তিনি। তবে, ওই ব্যাঙ্ক ম্যানেজারের এহেন সাহসী পদক্ষেপের ফলে বাকিরাও তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। এমতাবস্থায়, একটা সময়ে ওই ডাকাত অবস্থা বেগতিক বুঝে সেখান থেকে পালানোর চেষ্টা করে।
যদিও, ব্যাঙ্ক কর্মচারীদের তৎপরতা ও সাহসিকতার কারণে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। পাশাপাশি, পুলিশ তাকে আটক করেছে বলেও জানা গিয়েছে।

Loading