October 5, 2025

স্কুল বাস থেকে উদ্ধার বিশাল আকারের মাইথন

সোমালিয়া ওয়েব নিউজ: স্কুলবাস থেকে উদ্ধার হয়েছে বিশাল আকারের একটি পাইথন। উত্তরপ্রদেশের রায়বরেলীতে ঘটেছে এই কাণ্ড। একটি স্কুলবাসে সিটের তলায় লুকিয়ে ছিল ওই পাইথনটি। জানা গিয়েছে, বাসটি একটি স্ট্যান্ডে দাঁড় করানো ছিল। কোনওভাবে সেই সময়েই পাথনটি ঢুকে পড়েছিল বাসের ভিতর। তারপর লুকিয়ে পড়েছিল সিটের তলায়। স্কুলবাসে এমন কাণ্ড ঘটায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সার্কেল অফিসার এবং ম্যাজিস্ট্রেট।তাঁরাই খবর দেন বনবিভাগে। তারপর সেখান থেকে নির্দিষ্ট দলের লোকেরা এসে উদ্ধার করেন পাইথনটিকে।
বনবিভাগের কর্মীরা স্কুলবাসের সিটের তলা থেকে পাইথনটিকে বের করে আনছেন। বনবিভাগের আধিকারিকদের মতে এই পাইথনের ওজন প্রায় ৮০ কিলোগ্রামের কাছাকাছি। লম্বায় এই পাইথন প্রায় সাড়ে ১১ ফুট বলে জানিয়েছেন তাঁরা। বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, নিরাপদেই পাইথনটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারপর পাইথনটিকে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে।এই ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে। কারণ যদি পাইথনটি বাসের মধ্যে লুকিয়ে থাকাকালীন পড়ুয়ারাও ওই বাসে থাকত তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত। তবে এ যাত্রায় স্কুল বন্ধ থাকার অঘটন ঘটেনি।

Loading