সোমালিয়া ওয়েব নিউজ: অবলা প্রাণীদের কাছে কালীপুজো বা দিওয়ালির দিনটা বিভীষিকার সমান।রাস্তাঘাটে কুকুর বিড়ালকে বাজি ফাটিয়ে হেনস্থা করার মধ্যে পাশবিক আনন্দ পান এমন অনেক মানুষই ছড়িয়ে ছিটিয়ে আছে আশেপাশে। কেউ কুকুরের লেজে কালীপটকা বেঁধে দেন, কেউ আবার অবলা প্রাণীগুলোর কানের সামনে গিয়ে ফাটিয়ে দেন শব্দবাজি। মানুষের মতো প্রতিবাদ করতে পারে না তারা। ফলতঃ বাজির শব্দে অনেক পথপশুর মৃত্যু পর্যন্ত হয়।পশুপ্রেমীরা বারংবার প্রচার চালান শব্দবাজি বা কুকুর, বিড়ালের উপরে অত্যাচারের বিরুদ্ধে। সাবধান করে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। অবলা প্রাণীদের উপরে অত্যাচার করে উল্লাস করার খবর পেলে তাদেরও খবর আছে, সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী।কালীপুজোর আগেই ফেসবুকে একটি বার্তা দিয়েছেন শ্রীলেখা, ‘এখন থেকেই শব্দবাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। বয়স্ক মানুষদের এবং কুকুর বেড়ালদের কথা ভেবে একটু না হয় উৎসবের রাজ্যে একটু কম উৎসব হোক। মানুষের তুলনায় ওরা অনেক বেশি শোনে। সবাই বেঁচেবর্তে থাকুক। গতবারের মতো এবারে যদি শোনা যায়, কুকুরের লেজে বাজি ফাটানো হয়েছে, তো ভাই যে করবে তার খবর আছে। সাবধান করলাম। এই বার্তা দেন শ্রীলেখা মিত্র।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল