সোমালিয়া ওয়েব নিউজ: যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা প্রথাগত বিদ্যালয় বা সঙ্গীত অথবা নৃত্য প্রতিষ্ঠান হতে পারে, শিক্ষক দিবস পালন হয়েই থাকে। কিন্তু ব্যতিক্রম দেখা গেলো বেহালার সরশুনা পঞ্চম মিউজিক অ্যাকাডেমীতে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবি অ্যাকাডেমীর নিজস্ব ভবনে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আয়োজিত হয় বিজয়া সম্মেলনী। লক্ষ্য ভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের একত্রিত করা এবং পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্য বিনিময় করা। একইসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একটু আনন্দ উপভোগ করা।বিজয়া সম্মেলনী উপলক্ষ্যে আয়োজন করা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। পারস্পরিক কুশল বিনিময়ের পর সঙ্গীত, নৃত্য, কবিতা পাঠ ইত্যাদিতে ভরপুর প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানটি ছিল যথেষ্ট আকর্ষণীয়। অনুষ্ঠানে অ্যাকাডেমীর শিক্ষার্থীরাই অংশগ্রহণ করে। নবম শ্রেণির ছাত্রী অদ্রিজার (সারা) নৃত্য উপস্থিত শিক্ষার্থীদের মুগ্ধ করে। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের পারফরম্যান্স ছিল মুগ্ধকর। অ্যাকাডেমীর শিক্ষিকা অন্তরা মুখার্জ্জী পরিবেশন করেন আধুনিক গান ও লোকগীতি।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক