October 5, 2025

টুকলি রুখতে, ডিমের খোলা মাথায় পরিয়ে পড়ুয়াদের পরীক্ষা নিলেন শিক্ষক

সোমালিয়া ওয়েব নিউজ: এবার টোকাটুকি এড়াতে এক অভিনব উপায় অবলম্বন করলেন পড়ুয়ারা। মূলত, টোকাটুকি আটকাতে “অ্যান্টি চিটিং হ্যাট” পরেই পরীক্ষার হলে উপস্থিত হলেন তাঁরা। নির্বিঘ্নে দেওয়া হল পরীক্ষাও। এদিকে, এই ছবিই তুমুলগতিতে ভাইরালও হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ফিলিপিন্সের লেগাজপি শহরের বাইকল ইউনিভার্সিটি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারাই এই কাণ্ডে ঘটিয়েছেন। টোকাটুকি এড়াতে তাঁরা নিজেরাই তৈরি করে নেন “অ্যান্টি চিটিং হ্যাট”। এমতাবস্থায়, সেই টুপি পরার ফলে তাঁরা ঘাড় ঘোরালেও পাশের জনের খাতায় চোখ রাখতে পারছিলেন না। যার জেরে টোকাটুকির সম্ভাবনাও এক্কেবারে কমে যায়। সর্বোপরি, বাড়িতে থাকা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়েই তাঁরা তাঁদের ওই টুপিগুলি বানিয়ে ফেলেন। এদিকে, পড়ুয়াদের এহেন বিচিত্র “অ্যান্টি চিটিং হ্যাট” দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও। যদিও, টোকাটুকি এড়াতে এই বিশেষ উপায়ের কথা প্রথম মাথায় এসেছিল ওই কলেজের অধ্যাপিকা অধ্যাপক মারি জয় মান্ডেন-ওটিজের মাথাতে। এদিকে, তিনি আবার থাই বিশ্ববিদ্যালয় থেকে এই বুদ্ধিটি পেয়েছিলেন। এমতাবস্থায়, সেটাই তাঁর পড়ুয়াদের ওপরও প্রয়োগ করেন তিনি। মিড-টার্ম পরীক্ষায় পড়ুয়ারা যে ভাবে টোকাটুকি করেন সেটি আটকাতেই তিনি ওই অভিনব “অ্যান্টি চিটিং হ্যাট” তৈরির দায়িত্ব দিয়েছিলেন পড়ুয়াদের ওপরেই এবং তা বাস্তবায়িত করে পড়ুয়ারা। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেট দুনিয়ায়।

Loading