October 6, 2025

চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো নিয়ে সাংবাদিক বৈঠক চন্দননগর পৌরনিগমে

সোমালিয়া ওয়েব নিউজ: আর কয়েক দিন পরেই চন্দননগরের ঐতিহাসিক জগদ্ধাত্রী পুজো। সেই পুজোকে কেন্দ্র করে আজ
মঙ্গলবার চন্দননগর পৌর নিগমের উদ্যোগে চন্দননগর পৌরনিগম সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, পুর কমিশনার স্বপন কুন্ডু, মেয়র পারিষদ সদস্য শুভেন্দু মুখার্জী। এদিন মেয়র বলেন, চন্দনগরের জগদ্ধাত্রী পূজো কমিটিগুলিকে আরও উৎসাহিত করতে চন্দননগর শ্রী জগদ্ধাত্রী পুজো সম্মাননা প্রদান করা হবে পুরনিগমের তরফে। বিগত দুই বছর করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত থাকায় এই পুরস্কার প্রদান করা হয়নি। তবে এবছর করোনা চোখ রাঙানি সেভাবে না থাকায় আবার এই পুরস্কার প্রদান করা হবে। এ বছর এই পুরস্কার আরও আকর্ষণীয় হবে বলে জানান মেয়র। চন্দননগর শ্রী পুরস্কারে থাকবে সেরার সেরা, সেরা প্রতিমার মুখশ্রী, সেরা মণ্ডপসজ্জা, সেরা প্রতিমার সাজসজ্জা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ, সেরা শোভাযাত্রা।
পাশাপাশি তিনি জানান, চন্দননগর জগদ্ধাত্রী পুজো সেন্ট্রাল কমিটির আওতায় এবং পুরনিগমের অন্তর্গত ১৩৬ টি পুজো কমিটি রয়েছে। যার মধ্যে ২৯ টি পুজো কমিটি জুবিলী রয়েছে এবং শোভাযাত্রায় অংশগ্রহণ করবে পুরনিগমের অন্তর্গত ৫১ টি পুজো কমিটি। তার মধ্যে জুবিলী রয়েছে ২৬ টি পুজো কমিটির। জানা গিয়েছে, সমস্ত পুজো কমিটিকে পুরনিগমের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্লাস্টিক জাত কোনও উপকরণ যাতে ব্যবহার না করা হয়।পাশাপাশি পুজোর দিনগুলিতে ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হচ্ছে চন্দননগর পুরনিগমে।সবমিলিয়ে জগদ্বাত্রী পুজো যাতে সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে হয় সেই তৎপর প্রশাসন।

Loading