October 5, 2025

বন্ধুদেরকে আনতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্য দুই বন্ধুর

সোমালিয়া সংবাদ, গোঘাট: কালীপুজোয় বন্ধুদেরকে আনতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্য দুই বন্ধুর। সোমবার মাঝরাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গোঘাটের নরসিংহবাটি এলাকায়। মৃত দুই বন্ধুর নাম উৎপল কোলে ও জগন্নাথ বাগ। দু’জনেরই বয়স ৩০ বছর। উৎপল তামিলনাড়ুতে সোনা রুপোর দোকানে কাজ করতেন। কালীপুজো উপলক্ষে দিন দশেক আগে বাড়ি ফিরেছিলেন। বাড়িতে বাবা, ঠাকুরমা, স্ত্রী এবং এক ছেলে রয়েছে। অন্যদিকে জগন্নাথ কলকাতায় টিনের পাত তৈরির কাজ করতেন। তিনিও শনিবার বাড়ি ফিরেছিলেন। তাঁর বাড়িতে বাবা-মা, স্ত্রী, দাদা-বৌদি এবং এক মেয়ে রয়েছে। জানা গেছে, সন্ধে থেকেই গ্রামের কালীপুজোয় দুই বন্ধু আনন্দ করছিলেন। আরামবাগ থেকে আরও দুই বন্ধুর তাঁদের গ্রামে যাওয়ার কথা ছিল। তাই ওই উৎপল ও জগন্নাথ একটি স্কুটিতে করে কিছুটা আগিয়ে গিয়ে সেই বন্ধুদের আনতে যাচ্ছিলেন। তখনই তাঁদের স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষ তাঁদেরকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে জগন্নাথকে চিকিৎসা মৃত ঘোষণা করেন। এরপর  আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় উৎপলেরও। এই ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Loading