October 6, 2025

গ্রামকে প্লাস্টিক মুক্ত করতে অভিনব উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের

সোমালিয়া ওয়েব নিউজ: বেসরকারি স্কুলের অভিনব উদ্যোগ। গ্রামকে প্লাস্টিক মুক্ত করতেই অভিনব উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষের।এই দৃশ্য দেখা যা000য় বিহারের গয়া জেলার সেওয়া বিঘা গ্রামের পদ্মপাণি স্কুলে।
এ স্কুলে পড়ার জন্য মাইনে তো দিতেই হয়। তবে এখানে মাইনের পদ্ধতিটা আলাদা।
সব পড়ুয়াকেই মাইনে দিতে হয়, তবে তা টাকায় নয়। দিতে হয় জঞ্জালে। তাও আবার নিজের বাড়ি থেকে জঞ্জাল নিয়ে এলে হবে না। এলাকা ঘুরে কুড়িয়ে আনতে হবে জঞ্জাল। বিশেষ করে পড়ে থাকা প্লাস্টিক।সেই প্লাস্টিকের জঞ্জাল জমা দিলে তবেই মেটে মাইনে। এভাবেই মাসে মাসে মাইনে হিসাবে কুড়িয়ে আনতে হয় প্রচুর প্লাস্টিকের জঞ্জাল। যা গ্রাম বা তার আশপাশে, হেঁটে চলার পথের মাঝে কুড়িয়ে পায় পড়ুয়ারা।স্কুলের তরফে জানানো হয়েছে পড়ুয়াদের কুড়িয়ে আনা জঞ্জাল আদপে এলাকাকে প্লাস্টিক জঞ্জাল মুক্ত রাখতে সাহায্য করছে। এতে পরিবেশ সুরক্ষিত হচ্ছে। সুরক্ষিত হচ্ছে আগামী প্রজন্ম। সুরক্ষিত হচ্ছে পৃথিবী।সেইসঙ্গে এই জঞ্জালের স্তূপ স্কুলের তরফে একত্র করে বিক্রি করে দেওয়া হয় যান্ত্রিক প্রক্রিয়ায় ফেলে প্লাস্টিক দিয়ে অন্য কিছু বানানোর জন্য। এজন্য স্কুল কিছু টাকা উপার্জনও করে। যা দিয়ে স্কুলের পরিচালন ব্যয় কিছুটা মেটানো হয়।সবমিলিয়ে স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকার মানুষ।

Loading