সোমালিয়া ওয়েব নিউজ: একটি ছোট্ট হাতি তার মালিকের সাথে খেলায় মত্ত হয়েছে। দেখা গেছে একটি রেলিংয়ে ঘেরা জায়গার মধ্যে একটি বড় হাতি এবং একটি হাতির বাচ্চা ঘোরাফেরা করছিল, এরপর সেখানে তাদের মালিকের প্রবেশ ঘটে আর বাচ্চা হাতিটি খুশি হয়ে মালিকের উপরে ঝাঁপিয়ে পড়ে! এরপরে জড়িয়ে ধরে মাটিতে শুয়েই মালিককে আদর করতে থাকে সে।ছোট্ট হাতির সাথে তার মালিকের এমন সুন্দর মধুর একটি সম্পর্কের ভিডিও স্বাভাবিকভাবেই জনপ্রিয়তা পেয়েছে নেটদুনিয়ার পাতা থেকে। কখনো দেখা যাচ্ছে হাতিটিকে তার মালিক খাইয়ে দিচ্ছে, আবার কখনো বা তারা একসঙ্গে শুয়ে আছে মাটির উপরে।এই দৃশ্যটি ক্যামেরা বন্দি করে সামাজিক মাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। চারবছর আগের ঘটনা এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বহু মানুষ এই ভিডিও দেখছে।সবমিলিয়ে পশু প্রেমের অদ্ভুত দৃশ সত্যি এখনও মানুষের মনে দাগ কাটচ্ছে বলা যায়।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন