October 5, 2025

ভয়ংকর ঘটনা, জুতোর মধ্যে লুকিয়েছিল সাপ, নাড়া দিতেই ফণা তুললো কিং কোবরা,

সোমালিয়া ওয়েব নিউজ: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মেঝের ওপরে একটি নীল রঙের জুতো রাখা রয়েছে, এরপর ক্যামেরার জুম করতেই দেখা যায় তার ভিতর থেকে মাথা তুলে আছে এক বিশাল আকৃতির কোবরা সাপ। এমন এক ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। ভিডিওটিতে স্পষ্ট বোঝা গেছে সাপটি বেশ ক্ষুব্ধ হয়ে রয়েছে এবং সে ফনা তুলে রয়েছে ছোবল মারার জন্য।মেঝেতে পড়ে থাকা ওই জুতোটি আসলে সেই সময়ে একজন পরতে যাচ্ছিল আর তৎক্ষণাৎ তার সামনে এমন গুটুলি পাকানো ফণা তোলা সাপ এসে উপস্থিত হয়! স্বাভাবিকভাবেই এমন দৃশ্য দেখে জুতোর মালিক কিছুটা হকচকিয়ে যায়। এরপর অবশ্য সে সাপ উদ্ধারকারী কর্মীকে খবরও দিয়েছিল। ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসোরে। প্রসঙ্গত উল্লেখ্য, সাপ নিরীহ প্রাণী হলেও মানুষের কাছে ভয়ের প্রানী। তাই তার নানা কার্যকলাপ সহজেই ভাইরাল হয়ে যায়। জুতোর মধ্যেই ফনা তুলে দাঁড়িয়ে কিং কোবরা স্বাভাবিক ভাবেই সহজেই ভাইরাল হয়।

Loading