সোমালিয়া ওয়েব নিউজ: অবশেষে নীরব মোদীকে হিরে ব্যবসায়ীকে ভারতে প্রত্যার্পণের নির্দেশ দিয়েছে লন্ডন হাইকোর্ট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঋণ কেলেঙ্কারি মামলায়, আনুমানিক ২০০ কোটি মার্কিন ডলার তহবিল তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ফেব্রুয়ারি মাসে লন্ডনের এক জেলা আদালতও, নীরব মোদীকে ভারতের হাতে তুলে দেওয়ার পক্ষেই রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল পলাতক হিরে ব্যবসায়ী। বর্তমানে দক্ষিণ-পূর্ব লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে বন্দি আছে সে।মূলত দুটি কারণে, জেলা আদালতের রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার অনুমতি দেওয়া হয়েছিল নীরব মোদীকে। ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটস-এর অনুচ্ছেদ ৩ অনুযায়ী, তার ভারতে প্রত্যর্পণ অন্যায্য বা দমনমূলক কি না, তা বিবেচনা করা হয়েছে।
এছাড়া, প্রত্যর্পণ আইন ২০০৩-এর ৯১ নম্বর ধারা লঙ্ঘন হবে কি না, তাও বিবেচনা করা হয়। এই আইনটিও মানসিক স্বাস্থ্য বিষয়ক।ভারতে মূলত দুটি পৃথক ফৌজদারী তদন্তের মুখে পড়তে হবে নীরব মোদীকে। জাল লোন এগ্রিমেন্টের মাধ্যমে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বড় মাপের ঋণ জালিয়াতির প্রেক্ষিতে সিবিআই-এর তদন্ত। পাশাপাশি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার বিরুদ্ধে তহবিল তছরুপের তদন্তও করছে। এছাড়া, প্রমাণাদি লোপাট করা এবং সাক্ষীদের হত্যার হুমকি দেওয়ার আরও দুটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এখন দেখার কবে নীরব মোদীকে ভারতে ফেরানো হয়।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু