December 1, 2025

কৃষক আন্দোলনে জোর ধাক্কা, অনশন থেকে সরে দাঁড়ালেন গান্ধীবাদী সমাজসেবী আন্না হাজারে

সোমালিয়া ওয়েব নিউজ: আবার ধাক্কা দেশজুড়ে কৃষক আন্দোলনে। কয়েকদিন আগেই লালকেল্লায় আক্রমণ ও পতাকা তোলা নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন কৃষক আন্দোলন। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই এই মুহূর্তের আন্দোলন থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট গান্ধীবাদী সমাজসেবী আন্না হাজারে। শনিবার মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে কৃষকদের সমর্থনে সমাজসেবী আন্না হাজারের আমরণ অনশনে বসার কথা ছিল। কিন্তু শুক্রবার হঠাৎই তিনি সিদ্ধান্ত বদল করেন। তিনি জানিয়ে দেন, আমরণ অনশনের সিদ্ধান্ত তিনি প্রত্যাহার করে নিয়েছেন। কেন্দ্রীয় সরকার কৃষিবিল পর্যালোচনা করা নিয়ে যে পদক্ষেপ নিয়েছে তা অনেকটাই সদর্থক। তাই এই মুহূর্তে অনশনের প্রয়োজন নেই। তাঁর এই সিদ্ধান্তে আপাতদৃষ্টিতে একটা বড় ধাক্কা খেল কৃষকদের আন্দোলন। পাশাপাশি রাজনৈতিক মহলের মতে, এই ধাক্কা কৃষকদের থেকেও বেশি খেয়েছে কংগ্রেসসহ বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলি। কারণ তারা কৃষক আন্দোলনকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আন্না হাজারে অনশনে বসলে তাদের আরও বেশি সুবিধা হত। কিন্তু তা না হওয়ায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি অনেকটাই হতাশ। অন্যদিকে হাজারের এই সিদ্ধান্তে বিজেপি ও  তার সহযোগী দলগুলোর মধ্যে স্বস্তির হাওয়া। কারণ এমনিতেই কৃষক আন্দোলনকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। তার ওপর আন্না হাজারের মতো ৮৪ বছর বয়সী গান্ধীবাদী সমাজসেবী যদি অনশনে বসতেন তাহলে তার ফল সুদুরপ্রসারী হত কোন সন্দেহ নেই। উল্লেখ্য, প্রাথমিক বক্তব্যে আন্না হাজারে ঘোষণা করেছিলেন তিনি তাঁর মহারাষ্ট্রের রালেগাঁ সিদ্ধি গ্রামে শনিবার থেকে আমরণ অনশনে বসবেন। কিন্তু পরে কেন্দ্রীয় কৃষি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশকে নিয়ে আন্না হাজারে জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকার বেশিরভাগ দাবি মেনে নিয়েছে। পাশাপাশি উচ্চপর্যায়ের একটা কমিটির মাধ্যমে সে দাবিগুলি খতিয়ে দেখে ছ’মাসের মধ্যে রিপোর্ট দেবে। আর ওই কমিটির মধ্যে আন্না হাজারের কয়েকজন প্রতিনিধিও থাকছেন। তাই তিনি তাঁর অনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। উল্লেখ্য, এর আগে দুর্নীতি বিরোধী আন্দোলনে ২০১১ সালে আন্না হাজারে আমরণ অনশনে বসেছিলেন। তখন দিল্লির রামলীলা ময়দানে তাঁর অনশনকে ঘিরে চরম অস্বস্তিতে পড়তে হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে। এমনকি  পরিস্থিতি সামাল দিতে বিশেষ পার্লামেন্টের অধিবেশন ডাকতে হয়েছিল। আন্না হাজারে এখন কৃষকদের সমর্থনে অনশন থেকে সরে আসায় যে কৃষকদের আন্দোলন একটা বড়সড় ধাক্কা খেল  তা বলার অপেক্ষা রাখে না।

Loading