সোমালিয়া ওয়েব নিউজ: বিগ বাজেটে তৈরি হচ্ছে ভারতীয় উপমহাদেশের দুই মহাকাব্যের উপর ছবি। ভারতীয় চলচ্চিত্রে রেকর্ড তৈরি করে এক ১০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে মহাভারত এমনটাই খবর বলিউড সূত্রে। জানা গেছে, এই ছবিটি আগামী দীপাবলিতে মুক্তি পাবে। ছবিটি থ্রিডি ফরম্যাটে তৈরি হচ্ছে। পরিচালনা করবেন ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি। প্রযোজনায় আছেন বলিউডের বিখ্যাত অভিনেতা আমির খান। জানা গেছে, এই চলচ্চিত্রে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করবেন আমির খান নিজেই। ভীষ্মের ভূমিকায় দেখা যেতে পারে অমিতাভ বচ্চনকে। ঋত্বিক রোশনকে দেখা যাবে কর্নের ভূমিকায়। বাহুবলী খ্যাত প্রভাস করবেন ভীম। যুধিষ্ঠিরের চরিত্র করবেন অর্জুন রামপাল। দ্রৌপদীর ভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া অর্জুনের চরিত্রে ফারহান আখতার এবং দুর্যোধনের ভূমিকায় অজয় দেবগন অন্যতম বড় চমক হতে পারে। এই বিগ বাজেটের ছবিকে ঘিরে ইতিমধ্যেই বলিউডে সাড়া পড়ে গেছে। শুধুমাত্র হিন্দি চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরাই নয়, অন্য ভাষার অভিনেতা-অভিনেত্রীদেরকেও এই সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে। তবে শুধু মহাভারত নয়, রামায়ণও আবার তৈরি হচ্ছে বিগ বাজেটে। ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। প্রযোজনায় থাকছেন মধু মন্টানা। আর পরিচালনা করবেন আমির খানের সুপারহিট ছবি ‘দঙ্গল’ খ্যাত নীতিশ তিওয়ারি। এই ছবিটিও থ্রিডি ফরম্যাটে তৈরি হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ছবির কাজ। রিসার্চ স্কলারদের মাধ্যমে রামায়ণের যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহের কাজ চলছে। কিন্তু এত বড় এই মহাকাব্যকে তিনি সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে নারাজ। তাই জানা গেছে, এই ছবিটি দুটি ভাগে তিন ঘন্টা করে মোট ছয় ঘন্টার তৈরি করা হবে। আরও জানা গেছে, এই চলচ্চিত্রে সীতার ভূমিকায় বাছাই করা হয়েছে দীপিকা পাড়ুকোনকে। রামের ভূমিকায় দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। আর এই দুই মহাকাব্য নিয়ে চলচ্চিত্র তৈরির খবর যদি শেষ পর্যন্ত বাস্তবের মুখ দেখতে পারে তাহলে বলিউডের ইতিহাসে দুই মহাকাব্যের মুখ্য ভূমিকায় অভিনয়ের মাধ্যমে নতুন ইতিহাস তৈরি করবেন দীপিকা পাড়ুকোন। উল্লেখ্য, রামায়ণের কাহিনী শুধু ভারতবর্ষ নয়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে ভীষণভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। তাই এই ছবি শুধুমাত্র ভারতের বাজারে ব্যবসা করবে তা নয়, বিভিন্ন ভাষায় ডাবিং করে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
![]()

More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল