October 6, 2025

দিল্লি বিস্ফোরণ কান্ডের জের: অমিত শাহের দু’দিনের রাজ্য সফর বাতিল, রবিবার আসতে পারেন জেপি নাড্ডা অথবা রাজনাথ সিংহ

 সোমালিয়া ওয়েব নিউজ:  আজ শুক্রবার রাতে রাজ্যে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’দিনের পশ্চিমবঙ্গ সফর বাতিল করেছেন তিনি। জানা গেছে, শুক্রবার দিল্লিতে বিস্ফোরণের জেরেই তাঁর এই সফর বাতিল করা হয়েছে। এর ফলে শনিবারে রাজ্যে থাকা তাঁর নির্দিষ্ট কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি ঠাকুরনগরের সভাও হচ্ছে না। রবিবারে হাওড়ার ডুমুরজলায় যোগদান মেলায় অংশগ্রহণ করার কথা ছিল অমিত শাহের। সেখানেও তিনি আসছেন না। তবে রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, হাওড়ার ওই সভা যথারীতি অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে অমিত শাহ না থাকলেও অন্য কোন নেতা-নেত্রী উপস্থিত থাকতে পারেন। দিল্লি থেকেে শেষ খবরে জানাা গেছে, ওই সভায় উপস্থিিত থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অথবা রাজনাথ সিংহ। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাাথের নাম নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দিল্লিতে বিস্ফোরণের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুদিনের রাজ্য সফর বাতিল করা হয়েছে। শনিবার অমিত শাহের যে সমস্ত অনুষ্ঠানে রাজ্যে ছিল সেগুলো হচ্ছে না। তবে রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা যথারীতি অনুষ্ঠিত হবে। অমিত শাহ উপস্থিত না থাকলেও সেখানে  অন্য নেতারা উপস্থিত আসবেন। যদিও ওই যোগদান মেলায় যে সমস্ত হেভিওয়েট নেতা-নেত্রীর বিজেপিতে যোগদান করার কথা ছিল তাঁরা যোগদান করবেন কিনা তা পরিষ্কার নয়। উল্লেখ্য, এদিন দিল্লিতে ইজরাইল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপরেই দেশের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনার কারণে অমিত শাহের এই রাজ্য সফর বাতিল ঘোষণা করা হয়েছে।

Loading