সোমালিয়া ওয়েব নিউজ: মন্ত্রিত্ব আগেই ছেড়েছিলেন। শুক্রবার প্রথমে বিধায়ক পদ, পরে তৃণমূলের প্রাথমিক সদস্য পদত্যাগ করলেন। দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা লিখিতভাবে জানিয়ে দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি। সেইসঙ্গে ইস্তফাপত্রের সেই কপি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছেও পাঠিয়ে দিয়েছেন। নিজের ভবিষ্যৎ নিয়ে শনিবার তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানাবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। বিজেপিতে যোগ দেবেন কিনা এখনই সে কথা তিনি পরিষ্কার করে কিছু বলেননি। উল্লেখ্য, রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ধাপে ধাপে প্রথমে মন্ত্রিত্ব তারপর বিধায়ক পদ এবং পরে তৃণমূলের সদস্য পদ ত্যাগ করেছিলেন। রাজিব ব্যানার্জিও ঠিক একইভাবে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন। তাহলে কি তিনিও শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর মতো বিজেপিতে যোগ দেবেন?
এ বিষয়ে এদিন রাজীব ব্যানার্জি বলেন, মন্ত্রিত্ব ত্যাগ করার পর মানসিক প্রস্তুতির প্রয়োজন ছিল। তাই সপ্তাহখানেক সময় নিলাম। তারপরে বিধায়ক ও দলের সদস্য পদ ত্যাগ করলাম। তবে রাজনৈতিক মহলের মতে, মন্ত্রিত্ব ত্যাগ করার পর তৃণমূল উচ্চনেতৃত্বের কাছ থেকে কোন অনুরোধ বা আলোচনার প্রস্তাব আসে কিনা তার জন্যই হয়তো রাজীব ব্যানার্জি অপেক্ষা করেছিলেন। কিন্তু সেরকম কিছু না ঘটায় হয়তো এদিন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, আজই কলকাতায় এসে পৌঁছাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তিনি হাওড়ার ডুমুরজলায় ‘যোগদান মেলা’ করবেন। সেই সভাতেই রাজীব ব্যানার্জি বিজেপিতে যোগদান করতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে তিনি একা নন, বৈশালী ডালমিয়া সহ আরও কিছু তৃণমূল নেতা অমিত শাহের কাছ থেকে বিজেপির পতাকা তুলে নিতে চলেছেন বলে বিজেপি সূত্রের খবর।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক