সোমালিয়া ওয়েব নিউজ: কুমন্তব্যের জের। এবার দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় গিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অখিল গিরির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। দিল্লিতে অভিযোগ হওয়ায় অখিলের-মন্তব্য দেশের রাজনীতিতে আলাদা মাত্রা পাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এ দিন লকেট চট্টোপাধ্যায় বলেন, “এটা ওঁদের দলের সংস্কৃতি। রাজ্যের বিকাশ, উন্নয়নে ওদের কোনও উন্নতি হয়নি। ওদের উন্নতি হয়েছে মহিলাদের অপমান করার ক্ষেত্রে, বিশেষত আদিবাসী মহিলাদের অপমান করার ক্ষেত্রে। এটা সবাই জানে। আদিবাসীদের নিয়ে ওরা যে সামনে বড় বড় কথা বলে, আসলে ওদের চেহারাটা কেমন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরিবারের সদস্যদের নিশানা করতে গিয়ে শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। এই ইস্যুতে শাসকদলকে নিশানা করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। অখিল গিরির পদত্যাগের দাবিতে পথে নামে বিজেপির তপশিলি উপজাতি মোর্চা।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর