October 5, 2025

মোষের নিরাপত্তায় ১২ জন বন্দুকধারী

সোমালিয়া ওয়েব নিউজ: মোষের মালিক জানিয়েছেন, দিনে ২০ লিটার দুধ খায় তাঁর পোষ্য মোষ। এ ছাড়াও গাজর, মোসাম্বি-সহ নানা মরসুমি ফল খাওয়ানো হয়। শখ করে মোষের মালিক তার নাম রেখেছে গোলু-২।জানা গিয়েছে মধ্যপ্রদেশের মুরেনাতে তিন দিনের কৃষক মেলা চলছে। হরিয়ানা থেকে সেখানে নিজের পোষ্য গোলু-২কে নিয়ে গিয়েছিলেন কৃষক নবীন সিংহ। সেই গোলুই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।প্রথমে আসা যাক, কেন মোষের নাম গোলু-২ হল? নবীন জানিয়েছেন, গোলুর এক দাদু ছিল। তার নাম ছিল গোলু-১। সম্প্রতি সেটির মৃত্যু হয়েছে। যে হেতু দাদুর নাম গোলু-১ ছিল, তাই নাতির নাম রাখা হয়েছে গোলু-২। নবীন আরও জানিয়েছেন, গোলু-১ এর থেকেই জন্ম হয়েছে যুবরাজ, শাহেনশাহ এবং সুলতানের। যেগুলির দামও উঠেছিল কয়েক কোটি। এদের মধ্যে হৃদ্‌রোগে মৃত্যু হয়েছে সুলতানের।এই গোলুর ওজন দেড় টন। শুধু তাই নয়, গোলুর নিরাপত্তার জন্য সর্বক্ষণের পাহারায় থাকেন ১২ জন বন্ধুকধারী। গোলুকে যখন নবীন মেলায় নিয়ে গিয়েছিলেন, সেটির নিরাপত্তার জন্য আলাদা করে তিন জন পুলিশকর্মীকে দায়িত্ব দেয় স্থানীয় প্রশাসন।

Loading