October 5, 2025

চিতাবাঘের গালে চুমু তরুণীর, শোরগোল নেট দুনিয়া, ভাইরাল ভিডিও

সোমালিয়া ওয়েব নিউজ: ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি চিতাবাঘকে চুমু খেয়েছেন এক তরুণী। তার পরিবর্তে চিতাবাঘটি যে কাণ্ড ঘটিয়েছে সেটাই আশ্চর্যের বিষয়। ওই তরুণীটিকে মোটেই আক্রমণ করেনি চিতাবাঘটি। বরং চুমুর পরিবর্তে তরুণীর গাল চেটে তাঁকে আদর করে দিয়েছে চিতাবাঘটি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই তরুণী একটি বিশেষ পোশাক পরে রয়েছেন। এই পোশাক অস্ট্রেলিয়ার ওয়াইল্ড ক্যাট কনভেনশন সেন্টারের। ভিডিওর মধ্যেই দেখা গিয়েছে চিতাবাঘটির গালে চুমু খেয়েছেন ওই তরুণী। তারপরই চিতাবাঘটিও ঘুরে তাঁকে জিব দিয়ে চেটে বেজায় আদর করে দিয়েছে। ভাইরাল ভিডিওটি দেখে মনে হয়েছে, চিতাবাঘটির সঙ্গে ভালই বন্ধুত্ব রয়েছে ওই তরুণীর। কারণ নাহলে নির্ঘাত চিতাবাঘটির আক্রমণের শিকার হতেন তিনি। তবে এ যাত্রায় কোনও অঘটন ঘটেনি। বরং দু’জনের খুনসুটি এবং আদুরে মুহূর্ত দেখে আনন্দ পেয়েছেন বেশিরভাগ মানুষ।
তবে চিতাবাঘকে চুমু খাওয়া যথেষ্টই বিপজ্জনক। তাই ওই তরুণী এমন কাজ না করলেও পারতেন বলে উল্লেখ করেছেন নেটিজেনদের অনেকে।

Loading