October 5, 2025

বচ্চন পরিবারে শোকের ছায়া, সারমেয়র মৃত্যুতে শোকাহত স্বয়ং অমিতাভ বচ্চন

সোমালিয়া ওয়েব নিউজ,

অমিতাভ বচ্চনের মন খারাপ। প্রিয় পোষ্যকে হারালেন তিনি। বুধবার সকালে সারমেয়টির সঙ্গে তোলা নিজের একটি ছবি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন হিন্দি ছবির ‘শাহেনশাহ’। সঙ্গে লিখেছেন, ‘‘আমাদের ছোট্ট এক বন্ধু, কাজে ক্ষুরধার। একটা সময়ে এরা বড় হয়, তার পর এক দিন আমাদের ছেড়ে চলেও যায়।লেখার সঙ্গে হৃদয়বিদারক ইমোজিও চোখে পড়েছে সকলের।প্রসঙ্গত, সারমেয়টির নাম অমিতাভ খোলসা করেননি। তবে অমিতাভ খবরটি জানাতেই নেটদুনিয়ায় অনুরাগীরা বর্ষীয়ান অভিনেতার পোষ্যপ্রীতির প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘‘মন শক্ত করুন। মানুষের জীবনের কঠিন সময়ে পোষ্যরা পাশে থাকে।আবার কারও মতে, কিংবদন্তি অভিনেতা হওয়া সত্ত্বেও অমিতাভ তাঁর পোষ্যের স্মৃতিচারণ করতে পিছপা হননি। নিজের ব্লগেও অমিতাভ তাঁর পোষ্যের স্মৃতিচারণ করেছেন। তিন লিখেছেন, কাজের ফাঁকে আমার ছোট্ট বন্ধুর সৌন্দর্য দেখুন। ওরা যখন আমাদের সঙ্গে থাকে, তখন ওরাই হয়ে ওঠে আমাদের জীবনের প্রাণকেন্দ্র।গত সপ্তাহে মুক্তি পেয়েছে অমিতাভ অভিনীত ‘উঁচাই’। সুরজ বরজাতিয়া পরিচালিত ছবিটি বক্স অফিসে এখনও পর্যন্ত ভাল ব্যবসা করছে। দেশে পাঁচশোটিরও কম স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি।

Loading