October 6, 2025

কাতারে ফুটবল মাঠকে বিশ্বমানের করতে আমেরিকা থেকে ঘাস আমদানি করছে কর্তৃপক্ষ

সোমালিয়া ওয়েব নিউজ: কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র চার দিন। ৯০ মিনিটের লড়াইয়ের জন্য তৈরি কাতারের ৮টি রণাঙ্গন। মাঠকে আধুনিক থেকে আধুনিকতর করতে কসুর করেননি আয়োজকরা। মাঠ তৈরির জন্য আমেরিকা থেকে আমদানি করা হয়েছে বিশেষ ধরনের ঘাসের বীজ। গরমকালে কাতারে তাপমাত্রা থাকে অনেক বেশি। যার জেরে সেখানকার ঘাস শুকিয়ে যায়। বিশ্বকাপের জন্য কাতার কয়েক’শো টন ঘাসের বীজ আনিয়েছে। এক বিশেষ বিমানে করে আমেরিকা থেকে আনানো হয়েছে এই বীজ। দোহার আটটি স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা হয়েছে ওই ঘাস দিয়ে। পাশাপাশি অনুশীলনের স্টেডিয়ামগুলিও ওই বিশেষ ধরণের ঘাস দিয়ে সাজিয়েছে বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। এ নিয়ে টার্ফ বিশেষজ্ঞ ডেভিড গ্রাহাম বলেছেন,কাতারের যা আবহাওয়া তাতে সঠিক মানের ঘাস পরিবেশের সঙ্গে মানানসই নয়।
গরমে স্টেডিয়ামের মাঠ ঠিক রাখতে গ্যালন গ্যালন জল ব্যবহার করেছে কাতারের স্টেডিয়াম কর্তৃপক্ষ। প্রত্যেক দিক প্রত্যেক টার্ফে ৫০ হাজার লিটার সমুদ্রের জল দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Loading