সোমালিয়া সংবাদ, আরামবাগ: বুধবার আরামবাগের চাঁদুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র সমালোচনা করলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিন তিনি চাঁদুর বিরসা মুন্ডা মার্শাল গাঁওতা সংগঠনের উদ্যোগে বীর শহিদ বিরসা মুন্ডার জন্মদিন পালন ও বাৎসরিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে যোগ দিয়েছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, যে মন্তব্যটা উনি করেছেন শিক্ষিত পরিবারের কোন মানুষ কখনও এ ধরনের মন্তব্য করতে পারেন না। আমি শুধু আদিবাসী সম্প্রদায়ের বলে বলছি না, যে কোন মানুষকে জুতোর নিচে পায়ের নিচে রাখার কথাটা আমার মনে হয় শিক্ষার অভাব রয়েছে। ওনার পরিবারের শিক্ষার কোন না কোন জায়গায় একটা ত্রুটি রয়েছে। যার জন্য উনি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, আমাকে এবং দেবনাথ হাঁসদাকে যেভাবে আক্রমণ করা হয়েছে পায়ের তলায় জুতোর নিচে রাখার, এটাকে আমি জঘন্য বলে মনে করি। এর আমি তীব্র প্রতিবাদ করি। তিনি আরও বলেন, আমাকে নিয়ে যে জঘন্য মন্তব্য করা হয়েছে সেটা নিয়েও সকলের প্রতিবাদ করার প্রয়োজন আছে। কারন রাজনীতিটাকে কলঙ্কিত করা হচ্ছে, আদিবাসী মানুষদের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। এটার আমি বিরোধিতা করছি। তিনি বলেন, শুধু আমার সম্প্রদায়ের নয়, আমি মানুষের সেবার জন্য রাজনীতি করতে এসেছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো রাজনীতি করতে আসেনি। আমি সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই। পাশাপাশি চাই আমাদের এলাকায় যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। অন্যদিকে তিনি রাষ্ট্রপতি সম্পর্কে মন্ত্রী অখিল গিরির মন্তব্য প্রসঙ্গে বলেন, আমি এই মন্তব্যেরও প্রতিবাদ করেছিলাম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার জন্য ক্ষমা চেয়েছেন এদিন মন্ত্রী বীরবাহা হাঁসদা মঞ্চে বক্তব্য রাখার সময় বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির তীব্র সমালোচনা করেন। পাশাপাশি সাধারণ মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান জানান। এদিন তিনি বিরসা মুন্ডার ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে তিনি সাঁওতালি ভাষায় একটি গান এবং অন্যান্য মহিলাদের সঙ্গে নাচেও অংশগ্রহণ করেন।

More Stories
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত
মহালয়ার ভোরে রেডিও শোনার ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা
BRICS দেশগুলোর সঙ্গে ১০০% রুপিতে বাণিজ্যের প্রসঙ্গ