সোমালিয়া সংবাদ, আরামবাগ: বুধবার শুরু হয়ে গেল আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্মেন্ট মেডিকেল কলেজে পঠন পাঠন। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে পঠন পাঠনের সূচনা করেন এই মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায় এবং সহকারী অধ্যক্ষ ডাঃ ইন্দ্রা দত্ত। এ বিষয়ে অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায় বলেন, সর্বভারতীয় মেডিকেল কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ই নভেম্বর এই পঠন-পাঠন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন বীর শহিদ বিরসা মুন্ডার জন্মদিনের জন্য ছুটি থাকায় বুধবার এর সূচনা হল। এই মেডিকেল কলেজকে একটা ভাল জায়গায় নিয়ে যাব আমরা এই অঙ্গীকার করলাম। তিনি জানান, এখনও পর্যন্ত এই মেডিকেল কলেজে ৮৩ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাদের মধ্যে এদিন সূচনা লগ্নে ৬০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। বৃহস্পতিবার থেকে রুটিন মাফিক পঠন-পাঠন শুরু হয়ে যাবে। তিনি আরও জানান, এরকম একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে তিনি অভিভূত। বিষয়টা তিনি সুন্দরভাবে উপভোগ করছেন। পাশাপাশি তিনি আরামবাগ এলাকার মানুষের সহযোগিতাপূর্ণ মানসিকতা ও পরিবেশের প্রশংসা করেন। উল্লেখ্য, আরামবাগ মহকুমা হাসপাতাল ও আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ গড়ে উঠেছে। এর জন্য তৈরি হয়েছে একাডেমিক ভবন ছাড়াও হোস্টেল ও অন্যান্য সংশ্লিষ্ট বিল্ডিং। যদিও কিছু বিল্ডিং তৈরির কাজ এখনও শেষ হয়নি। এখন থেকে আরামবাগ মহকুমা হাসপাতাল এবং আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতাল এই মেডিকেল কলেজের সঙ্গেই মিশে যাবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডাঃ রমাপ্রসাদ রায়।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি