October 6, 2025

মানুষ ও গন্ডারের বন্ধু, আনন্দে আত্মহারা গন্ডার রাজ

সোমালিয়া ওয়েব নিউজ: পশুপাখিদের বিভিন্ন আদুরে ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটি গণ্ডার তার রক্ষককে অনেকদিন পর দেখতে পেয়ে বেজায় আনন্দ পেয়েছে। রীতিমতো নিজের খাঁচার ভিতরে লাফালাফি জুড়ে দিয়েছে সে। আর তা দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। এই ভিডিও শেয়ার করা হয়েছিল ট্যুইটারে। আর তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও।ট্যুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, তার দিয়ে ঘেরা একটি খাঁচার ভিতরে দাঁড়িয়ে রয়েছে একটি গণ্ডারটি। হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়িয়েছেন গণ্ডারটির রক্ষক। সেই মহিলাকে দেখে দারুণ আনন্দ পেয়েছে গণ্ডারটি। খাঁচা জুড়ে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে দেখা গিয়েছে তাকে। একবার ডানদিকে একবার বাঁদিকে লাফিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছে সে। গণ্ডারটিকে দেখেও আনন্দ পেয়েছেন ওই মহিলা রক্ষক।

Loading