October 5, 2025

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা

সোমালিয়া ওয়েব নিউজ: আর ফিরবেন না তিনি। আর ফেরা হবে না তাঁর। ২৪ বছরের জার্নি শেষ হল অবশেষে। ভালবাসাও আজ ভিজে গিয়েছে চোখের জলে। কেওড়াতলা মহাশ্মশানে বিলীন হয়ে গিয়েছে ঐন্দ্রিলার নশ্বর দেহ। এদিন হাসপাতাল থেকে প্রথমে ঐন্দ্রিলার দেহ নিয়ে যাওয়া হয় কুঁদঘাটে আইভরি টাওয়ারে ঐন্দ্রিলার বাড়িতে। এরপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিয়োতে। কান্নায় ভেঙে পড়েন ঐন্দ্রিলার সতীর্থরা। তাঁকে বিদায় জানাতে হাজির ছিলেন শ’য়ে শ’য়ে মানুষ। যাদের সঙ্গে অভিনেত্রীর নেই কোনও রক্তের সম্পর্ক। ঘড়ির কাঁটা সন্ধে সাড়ে ছ’টা ছুঁতেই ঐন্দ্রিলাকে নিয়ে গাড়ি হাজির হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষযাত্রায় বিলীন হন অভিনেত্রী। শেষ হয় ২০ দিনের অদম্য লড়াইয়ের। গত ১ অক্টোবর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। তার সর্বক্ষণের সঙ্গী সব্যসাচীই তাঁর গাড়িতে করে অভিনেত্রীকে ভর্তি করেন শহরের এক বেসরকারি হাসপাতালে। এরপর ২০ দিন চলে লড়াই। অবশেষে লড়াই শেষ। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী।

Loading