October 6, 2025

বলিউড অভিনেতা ঋতিক রোশনের ১০০ কোটি টাকার ফ্ল্যাটে থাকবে নতুন বউ জল্পনা তুঙ্গে!


সোমালিয়া ওয়েব নিউজ: হৃতিকের জীবনে বসন্ত হয়ে এসেছেন সাবা আজাদ। এই দুই তারকার সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। চলতি বছর করবা চৌথের দিন সাবার সঙ্গে তাঁর সম্পর্কে নিজেই সিলমোহর দেন হৃতিক। তবে হৃতিক-সাবা জুটি হয়ে প্রথম বার সংবাদমাধ্যমের সামনে আসেন কর্ণ জোহরের ৫০ বছরের জন্মদিনের অনুষ্ঠানে। তার পর খুব বেশি সময় না নিয়ে সাবার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নেন হৃতিক। এ বার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টুইটও করলেন হৃতিক। তাঁকে এবং সাবাকে নিয়ে রটে যাওয়া জল্পনায় বিরক্ত অভিনেতা।সম্প্রতি গুজব ছড়ায় খুব শীঘ্রই সাবা ও হৃতিক নাকি একত্রবাস শুরু করবেন। মুম্বইয়ের মন্নত নামের একটি বাড়িতে ১৫ ও ১৬ তলায় ১০০ কোটি টাকা দিয়ে ডুপ্লে কিনেছেন হৃতিক। সেখানেই নতুন সংসার পাতবেন তাঁরা। জুহু-ভারসোভা সংযুক্ত রাস্তার উপর সমুদ্রমুখী এই ডুপ্লেতে থাকবেন হৃতিক-সাবা। এই মুহূর্তে জোরকদমে চলছে ফ্ল্যাটের অন্দরসজ্জা। কাজ শেষ হলে সেখানে থাকা শুরু করবেন তাঁরা। সেই জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন অভিনেতা। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন,এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। জানি আমাদের জীবন নিয়ে কৌতূহল রয়েছে, কিন্তু ভুয়ো খবর না ছড়ানোই ভাল।

Loading