October 5, 2025

১৩ মাসে বছর হয় আফ্রিকার প্রথম স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়ার

সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বে এমনও একটা দেশ রয়েছে যারা বাকি বিশ্বের চেয়ে ৮ বছর পিছিয়ে থাকে। সেখানে বাইরে থেকে কেউ প্রবেশ করলে তিনি একলাফে ৮ বছর পিছিয়ে যাবেন।২০২২ সালে যদি কেউ এ দেশে প্রবেশ করেন তাহলে তিনি সেখানে রয়েছেন ২০১৪ সালে। ৮ বছর পিছনে। কেউ যদি সে দেশে বেড়াতে যান তাহলে ওই দেশের সীমানায় বিমান প্রবেশ করা মানেই তিনি ৮ বছর পিছনে চলে গেলেন। কারণ সে দেশের যেখানেই তাকাবেন দেখবেন ৮ বছর আগের বছর দেখতে পাবেন।এমনকি কোথাও কিছু কিনলে বা অন্য কোনও বিল তৈরি হলে সেখানে কিন্তু ৮ বছর আগের সাল দেখাবে। সেটাই সেখানে সেই দিন বা বর্তমান। কতকটা টাইম মেশিনের মত শোনালেও এটাই সত্যি। আফ্রিকার সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র ইথিওপিয়া। এই ইথিওপিয়া কিন্তু বাকি বিশ্বের চেয়ে ৮ বছর পিছিয়ে থাকে। পিছনে রয়েছে কারণ সারা বিশ্ব যেখানে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, সেখানে ইথিওপিয়া ব্যবহার করে ইথিওপিয়ান ক্যালেন্ডার। আর সেই চিরাচরিত রীতি তারা এখনও বদলায়নি। ইথিওপিয়ার ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে ৮ বছর পিছিয়ে থাকে। ইথিওপিয়ান ক্যালেন্ডারে ১২ মাসও হয়না। হয় ১৩ মাস।ইথিওপিয়ার ক্যালেন্ডারে ১২টি মাস হয় ৩০ দিনে। আর বছরের বাকি পড়ে থাকা দিনগুলি নিয়ে তৈরি হয় ত্রয়োদশ মাস।

Loading