October 5, 2025

গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ, আটক স্বামী ও জা

সোমালিয়া সংবাদ, খানাকুল: বাড়ির বাথরুমে গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো খানাকুল-১ নম্বর ব্লকের কৃষ্ণনগর পাঁচুইখানা এলাকায়। মৃতের বাপের বাড়ির লোকের দাবি, তাঁদের মেয়েকে প্রথমে খুন করে পরে পুড়িয়ে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে। জানা গেছে, ওই গৃহবধূর নাম মানসী জানা (৩৪)। তাঁর স্বামী হরেকৃষ্ণ জানার একটি সোনার দোকান আছে। বছর ষোল আগে আরামবাগের ভবানীপুরের বাসিন্দা মানসীর বিয়ে হয়েছিল হরেকৃষ্ণর সঙ্গে। শ্বশুরবাড়ির দাবি মতো তিন ভরি সোনা ও এক লক্ষ টাকা দেওয়া হয়েছিল বলে মানসীর ভাই কিংকর জানিয়েছেন। তাঁদের ১৪ বছরের একটি মেয়ে এবং  ৪ বছরের একটি ছেলে রয়েছে। অভিযোগ, বছর পাঁচেক ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছিল। বর্তমানে তা চরম পর্যায়ে পৌঁছয়। কিংকরের দাবি, জামাই হরেকৃষ্ণ একটি পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিল। আর তা জানতে পেরে গিয়েছিল মানসী। তাই তাঁকে চক্রান্ত করে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। পরে বাথরুমে নিয়ে গিয়ে তার মৃতদেহটি পুড়িয়ে ফেলা হয়। সকালে ফোন করে মানসীর শ্বশুরবাড়ি থেকে জানানো হয় যে সে নাকি আত্মহত্যা করেছে। এই ঘটনায় কিংকর  খানাকুল থানায় অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের তদন্ত নেমে পুলিশ মানসীর স্বামী হরেকৃষ্ণ জানা এবং তার জা অন্নপূর্ণা জানাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা কি মৃতদেহের ময়নাতদন্তের পরই জানা যাবে।

Loading