সোমালিয়া ওয়েব নিউজ: জল্পনাই শেষপর্যন্ত সত্য হল। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি, বিধায়ক প্রবীর ঘোষাল, বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, পার্থসারথি চট্টোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। শনিবার রাতে তাঁরা দিল্লিতে অমিত শাহর বাসভবনে পৌঁছান। সঙ্গে ছিলেন বাংলা রাজনীতির চাণক্য মুকুল রায়, বাংলার বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এদিন সকলের গলায় বিজেপির দলীয় উত্তরীয় পরিয়ে দেন অমিত শাহ। উল্লেখ্য, এদিন সকাল থেকেই এই যোগদান নিয়ে জল্পনা ছিল। আর সেই সঙ্গে ছিল টানটান উত্তেজনা। তারপরই জানা যায় রাজীব ব্যানার্জিদের জন্য চার্টার্ড বিমান পাঠিয়েছেন অমিত শাহ স্বয়ং। এরপর সেই বিমানে তাঁরা দিল্লি উড়ে যান। আর এই ঘটনার পরই যোগদান নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটলো।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর