সোমালিয়া ওয়েব নিউজ: কাউকে একবার ভালোবাসলে তাকে কখনই সম্পূর্ণরূপে ভোলা যায় না। মাস-বছর-দশক পরেও কোনো না কোনো কাজের অবসরে সেই অতীত হয়ে যাওয়া প্রিয় মানুষটির মুখচ্ছবি কখনও না কখনও ভেসে ওঠে। মনে পড়ে যায় তার সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো। হোক সে অতীত, থাকুক সে দূরে, তবু একসময় সেই তো ছিল হৃদয়ের সবচেয়ে কাছাকাছি। প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘প্রাক্তন’ ছবিতে এরকমই রসায়ন উঠে এসেছিল। বয়স যতই বাড়ুক, অতীতের ভালোবাসার বয়স সেই একই জায়গায় থমকে থেকে যায়। পরে যখনই দেখা হয় বা অবসরে মনে পড়ে তার সুখস্মৃতি রোমন্থন কার না ভালো লাগে। কিন্তু তাই বলে বিয়ের আসরে যদি প্রাক্তন প্রেমিক এসে হাজির হয় তার আপ্যায়ন কেমন হতে পারে? তাও যদি সেই ঘটনা ঘটে সদ্য বিবাহিত বরের সামনে! হ্যাঁ, এমনটাই ঘটলো ইন্দোনেশিয়ার জাকার্তায়। সবেমাত্র বিয়ে সম্পন্ন হয়েছে, বিবাহ মঞ্চে তখন নবদম্পতি ছাড়াও রয়েছেন আমন্ত্রিত অতিথিরাও। আর তখনই সাদা জামা কালো প্যান্ট পরে অনুষ্ঠান মঞ্চে হাজির প্রাক্তন প্রেমিক। হাতে ফুলের তোড়া, কাঁধে ঝোলানো রয়েছে একটা ছোট্ট ব্যাগ। নিজের প্রেমিককে দেখে আবেগ ধরে রাখতে পারেনি নববধূ। তার চোখে-মুখে উপচে পড়েছে খুশির হাসি। সেই মুহূর্তে শেষবারের মতো প্রেমিককে আলিঙ্গনের আকাঙ্ক্ষা জাগে তার মনে। তাই সরাসরি সে নতুন বরের কাছে চলে যায়। তার কাছে অনুমতি চায়, ‘আমি কি একবার আমার প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরতে পারি?’ হাসিমুখে সম্মতি জানায় নতুন স্বামী। তারপর সকলের সামনেই প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরল নববধূ। প্রেমিক আলিঙ্গন করলো প্রেমিকার নতুন জীবনসঙ্গীকেও। হাতে হাতও মেলালো। এই ঘটনায় তোলপাড় শুধু ইন্দোনেশিয়া নয়, সারা নেটদুনিয়া। তাদের সেই আবেগঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু