December 1, 2025

এসডিপিওর ফেসবুক পেজে অভিযোগ জানিয়ে হারানো মোবাইল ফিরে পেলেন আরামবাগের যুবক

সোমালিয়া সংবাদ, আরামবাগ: আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজে জানিয়ে পুলিশের প্রচেষ্টায় হারানো মোবাইল ফিরে পেলেন আরামবাগের এক যুবক। ওই যুবকের নাম হানিফ আলি খাঁ। বাড়ি আরামবাগের মিয়াপাড়ায়। তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক। হানিফ জানান, মাস দেড়েক আগে সেদিন প্রতিদিনের মতো তিনি অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি থেকে আরামবাগ মহকুমা হাসপাতাল চত্বরে যাচ্ছিলেন। তখন মাঝখানে একটি ফোন আসে। ফোনে কথা বলার পর সেটি পকেটে রেখে দিয়েছিলেন। কিছুক্ষণ পর দেখেন পকেটে মোবাইল ফোনটি নেই। তখন তিনি বুঝতে পারেন সেটি রাস্তায় পড়ে গেছে। সঙ্গে সঙ্গে অন্য ফোন থেকে ফোন করলে স্যুইচড অফ দেখায়। এরপরই তিনি বিষয়টি আরামবাগ এসডিপিওর ফেসবুক পেজে জানান। তখন এসডিপিও অভিষেক মন্ডল তাঁকে আরামবাগ থানায় একটি ডায়েরি করে সেই নম্বর তাঁকে পাঠাতে বলেন। এসডি পিওর নির্দেশমতো হানিফ তাই করেন। এরপর প্রায় মাস দেড়েক কেটে যায়। তিনি ওই মোবাইল ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। শনিবার আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল তাঁকে জানান, যে তাঁর হারানো মোবাইল ফোন উদ্ধার করা গেছে। এরপরই হানিফ আরামবাগ এসডিপি অফিসে গিয়ে এদিন সেই মোবাইল নিয়ে যান। এই ঘটনায় তিনি আরামবাগ পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অন্যদিকে এসডিপিও অভিষেক মন্ডল বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পেলে আমরা খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখি। এক্ষেত্রেও তাই হয়েছে।  কোথায় কিভাবে অভিযোগ জানালেন সেটা বড় কথা নয়, আমরা জানতে পারলেই সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।

Loading