সোমালিয়া সংবাদ, আরামবাগ: সপ্তাহখানেক আগে নতুন বাইক কিনেছিলেন। আর সেই বাইক নিয়ে পথে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গে থাকা বন্ধু। তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের কৃষ্ণবাটি এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম অপু মণ্ডল(২৭)। বাড়ি আরামবাগ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেনেপুকুরে। তিনি বাড়িতে পাথর ও টাইলস বসানোর কাজ করতেন। বাড়িতে বাবা-মা ছাড়াও সন্তানসম্ভবা স্ত্রী রয়েছেন। জানা গেছে, অপু নতুন বাইক নিয়ে বন্ধুর সঙ্গে এদিন বেরিয়ে ছিলেন। তখনই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। কারও মাথায় হেলমেট ছিল না। দু’জনই গুরুতর জখম অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় মানুষ তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা অপুকে মৃত ঘোষণা করেন।আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসা চলছে অপুর বন্ধু শুভদীপ মালিকের। এই ঘটনায় অপুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি