সোমালিয়া সংবাদ, আরামবাগ: সপ্তাহখানেক আগে নতুন বাইক কিনেছিলেন। আর সেই বাইক নিয়ে পথে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম হয়েছেন তাঁর সঙ্গে থাকা বন্ধু। তিনি আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের কৃষ্ণবাটি এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম অপু মণ্ডল(২৭)। বাড়ি আরামবাগ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেনেপুকুরে। তিনি বাড়িতে পাথর ও টাইলস বসানোর কাজ করতেন। বাড়িতে বাবা-মা ছাড়াও সন্তানসম্ভবা স্ত্রী রয়েছেন। জানা গেছে, অপু নতুন বাইক নিয়ে বন্ধুর সঙ্গে এদিন বেরিয়ে ছিলেন। তখনই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। কারও মাথায় হেলমেট ছিল না। দু’জনই গুরুতর জখম অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় মানুষ তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা অপুকে মৃত ঘোষণা করেন।আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালেই চিকিৎসা চলছে অপুর বন্ধু শুভদীপ মালিকের। এই ঘটনায় অপুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
![]()

More Stories
বৈষম্যহীন সমাজ গঠনের লড়াই আজও প্রাসঙ্গিক — আরামবাগের সিপিআইএমের নেতা সমীর চক্রবর্তীর অভিজ্ঞতায় উঠে এল সংগঠনের বাস্তবতা
আধুনিক প্রযুক্তির যুগে পড়ুয়া সংকটে গোঘাটের লাইব্রেরিগুলি – পাঠক টানতে উদ্যোগের খোঁজে গ্রন্থাগারগুলি
কোলাহলের মাঝেই চলছে অখণ্ড হরিনাম— হুগলির বদনগঞ্জের কয়াপাট বাজারের মন্দিরে ৪৬ বছরের ঐতিহ্য