সোমালিয়া সংবাদ, আরামবাগ: পায়ে হেঁটে আরামবাগ থেকে লাদাখ পাড়ি দিলেন এক যুবক। শুক্রবার আরামবাগ পুরসভার দৌলতপুর থেকে তিনি লাদাখের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রার সূচনা লগ্নে তাঁকে এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন শুভেচ্ছা জানান। এছাড়াও অনেকেই তাঁকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জানা গেছে, ওই যুবকের নাম প্রদীপ মন্ডল। বাড়ি আরামবাগের হরিণখোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনপুর গ্রামে। বাড়িতে বাবা-মা, দাদা-বৌদি এবং স্ত্রী আছেন। তিনি আরামবাগের দৌলতপুর এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করেন। লাদাখ যাওয়ার জন্য সম্প্রতি তিনি কয়েক মাসের জন্য সেখান থেকে ছুটি নিয়েছেন। প্রদীপ জানান, দীর্ঘদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল একবার পায়ে হেঁটে লাদাখ যাবেন। বর্তমানে তিনি মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। আর তাই তিনি এখনই সেই লাদাখের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। প্রতিদিন ৩০-৪০ কিলোমিটার করে তিনি হাটবেন বলে জানিয়েছেন। আগামী তিন মাসের মধ্যে তাঁর লাদাখে পৌঁছে যাওয়ার ইচ্ছে রয়েছে। এর জন্য তিনি তাঁর এই সফর সম্পূর্ণ করার জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছেন। এছাড়াও যাঁরা আরামবাগ থেকে আগে লাদাখে গেছেন তাঁরাও তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে প্রদীপ যে রেস্টুরেন্টে কাজ করতেন তার মালিক আকাশ পাত্র বলেন, ও বেশ কিছুদিন আগেই আমাকে জানিয়েছিল ওর ইচ্ছার কথা। এদিন ও তার ইচ্ছাপূরণের উদ্দেশ্যেই লাদাখে রওনা দিল। আমরা ওকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব ও ওর ইচ্ছাপূরণ করে সুস্থ ভাবেই বাড়ি ফিরে আসবে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি