October 6, 2025

ফুটবল বিশ্বকাপে কাঁপছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও

সোমালিয়া ওয়েব নিউজ: পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তুরূপের তাস মহাগুরু মিঠুন চক্রবর্তী। টানা পঞ্চম দিনের কর্মসূচী সফরে তার সফরসঙ্গী ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তবে পঞ্চায়েত নির্বাচনের ঠাসা কর্মসূচীতেই নিজেকে বেঁধে রাখেননি তিনি। সময়মতো ঠিক নজর রেখেছেন ফুটবলে। চুটিয়ে দেখছেন বিশ্বকাপ।সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “বিশ্বকাপ দেখছি চুটিয়ে। এখন তো মোবাইলেই দেখা যায়। তাই বাংলার বিভিন্ন জেলায় যাওয়া আসার পথেই দেখে নিচ্ছি বিশ্বকাপের ম্যাচ।” সাথেই তিনি জানান এবারের বিশ্বকাপে মহাগুরুর প্রিয় দল স্পেন। বলেন এবারে আমার ফেভারিট দল স্পেন। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে 7-0 গোলে ঝড়ের গতিতে প্রতিপক্ষ কোষ্টারিকাকে উড়িয়ে দিয়ে কার্যত মন জয় করে নেয় মহাগুরুর।প্রসঙ্গত মহাগুরু যে নিখাদ ফুটবল প্রেমীদের মধ্যে একজন তা কারও অজানা নয়। সাত এবং আটের দশকে বড় বড় ফুটবলারদেরকে নিয়ে নানা জেলায় ফুটবল খেলার আয়োজন করেছিলেন তিনি। অতীতে বাংলার ফুটবলের উন্নয়নের জন্য উদ্যোগও নিয়েছিলেন, সাথেই বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনও গড়েছিলেন মিঠুন চক্রবর্তী।

Loading