সোমালিয়া ওয়েব নিউজ: পড়াশোনার জন্য বয়স কোনও বাধা নয়, প্রয়োজন ইচ্ছাশক্তির। তা-ই প্রমাণ করলেন আবুল কালাম আজাদ। ৬৭ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করলেন তিনি। বাংলাদেশের শেরপুরের বাসিন্দা আবুল। তবে, অন্য একটি নামেও বেশ পরিচিত তিনি, ‘কবি কালাম’। বিশেষ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে চন্দ্রাবাজ রশিদা বেগম হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসেন আবুল। সোমবার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ায় জানতে পারেন, ভাল নম্বর নিয়ে পাশ করেছেন তিনি। ১৯৫৫ সালে লঙ্গরপাড়া গ্রামে জন্ম আবুলের। দশম শ্রেণি পর্যন্ত গ্রামেই পড়াশোনা করেছিলেন তিনি। সেই সময় তাঁদের বাড়িতে আগুন লেগে যাওয়ায় পরিবার-সহ ঢাকাতে চলে আসেন আবুল। তার পর ঢাকা শহরের ডকইয়ার্ডে চাকরি পেয়েছিলেন তিনি।
২২ বছর ঢাকায় থাকার পর বিয়েও করেন আবুল। কর্মসূত্রে পাড়ি দিতে হয় সৌদি আরবে। ২০১৩ সালে সৌদি আরব থেকে আবার গ্রামের বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু দশম শ্রেণির পর আর পড়াশোনা করতে পারেননি বলে আফসোস ছিল তাঁর। এই বয়সে এসে আবার নতুন করে পড়াশোনা শুরু করবেন কি না এই নিয়ে ভেবেছেনও অনেক। শেষ পর্যন্ত ২০২০ সাল থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন আবুল। ২০২২ সালে পরীক্ষায় বসে পাশ করেন তিনি।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন