October 6, 2025

কলকাতার কাছেই তৈরি হল ভারতের প্রথম 3D তারামণ্ডল

সোমালিয়া ওয়েব নিউজ: ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতের দাপট শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই ক্রমশ নিম্নমুখী হচ্ছে পারদ। এই সময়টাতে মূলত শীতের ছুটির কারণে অসংখ্য মানুষ বেড়াতে আসেন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। ঠিক সেই আবহেই মিলল এক বিরাট সুখবর। এতদিন যাবৎ রাজ্যে শুধুমাত্র একটাই প্ল্যানেটোরিয়াম ছিল। যেটির নাম হল বিড়লা প্ল্যানেটোরিয়াম । প্রত্যেক বছর এই সময়টাতে বহু মানুষ ভিড় করেন এখানে। তবে, সেই তালিকায় এবার নতুন সংযোজন ঘটতে চলেছে।জানা গিয়েছে, এবার হাওড়ায় তৈরি হয়েছে রাজ্যের দ্বিতীয় তারামন্ডলটি। শুধু তাই নয়, দেশের প্রথম 3D তারামণ্ডল হিসেবেও বিবেচিত হচ্ছে নতুন এই প্ল্যানেটোরিয়ামটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাওড়া পুরসভার উদ্যোগে শরৎ সদন সংলগ্ন এলাকায় এই তারামণ্ডলটি তৈরি হয়েছে। এমতাবস্থায়, পুরসভা সূত্রে জানা গিয়েছে যে, কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো এখানেও প্রদর্শনীর ক্ষেত্রে বিভিন্ন সময় থাকবে।পাশাপাশি পুর প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, আপাতত প্রতিদিন দুপুর ৩ টে, বিকেল ৪ টে ও বিকেল ৫ টার সময় শো রাখা হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ওই তারামন্ডলের টিকিটের দামও সামনে এসেছে। ছোটদের জন্য টিকিটের দাম ধার্য করা হয়েছে ৭০ টাকা। পাশাপাশি, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম হয়েছে ১২০ টাকা। এদিকে, হাওড়ায় নতুন এই প্ল্যানেটোরিয়াম হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা।

Loading