October 6, 2025

বিশ্বশান্তির জন্য সমস্ত দেশকে এক করবেন নরেন্দ্র মোদী, দাবি ফরাসি প্রেসিডেন্টের

সোমালিয়া ওয়েব নিউজ: আগামী বছর ভারতেই বসবে জি-২০ বৈঠক। ফলে, ভারত সভাপতিত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক স্তরে চর্চা শুরু হয়ে গিয়েছে। আর এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর টুইট করা ছবি থেকেই যেন আরোও স্পষ্ট হয়ে উঠল জি-২০ বৈঠকে ভারতের ভূমিকা। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের একটি ছবি টুইট করেছেন ফরাসি প্রেসিডেন্ট। শুধু তাই নয়, তিনি তাঁর টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর প্রভূত প্রশংসা করেছেন। ভারত যখন জি-২০ সম্মেলনের প্রতিনিধিত্ব গ্রহণ করছিলো সেই মুহূর্তের ছবি তুলে ধরে ম্যাক্রোঁ ক্যাপশনে লিখেছেন “এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ”। পাশাপাশি তিনি আরোও বলেন যে, তিনি বিশ্বাস করেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শান্তিপ্ৰিয় পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। তবে, ম্যাক্রোঁর পাশাপাশি অন্যান্য অনেক দেশের রাষ্ট্রনেতারাও আশা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলন সফল হবে এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে লাভদায়ক হবে।

Loading