সোমালিয়া ওয়েব নিউজ: ক্যালেন্ডারে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হলেও শীত আটকে রয়েছে ঘূর্ণাবর্তে। শীতকাল এলেই পিকনিকের জন্য মন উড়ু উড়ু। শীতের নরম রোদে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে পিকনিক মানেই গেঁওখালি। তিন নদীর সঙ্গমস্থলে প্রাকৃতিক পরিবেশে পিকনিকের মজা আলাদা মাত্রা এনে দেয়। শুধু শীতকালের পিকনিকের জন্য নয় ছুটির দিন বা সপ্তাহের শনি রবিবার কাজ ছেড়ে নিরিবিলি সময় কাটাতে চাইলে আপনাকে আসতেই হবে গেঁওখালি।ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হলেও উত্তুরে হওয়ার দাপট কম। তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। জাঁকিয়ে শীত পড়তে দেরি হলেও, পিকনিকের দেরি নেই। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের গেঁওখালি রূপনারায়ণ, হুগলি ও গঙ্গা নদীর সঙ্গমস্থল। প্রতিবছর শীতকালে বহু মানুষ আছেন পিকনিকে। এই পিকনিক স্থলেই রয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষের গেস্ট হাউস ত্রিবেণী সঙ্গম। আর পাশেই রয়েছে পিকনিকের জন্য গাছ-গাছালি ঘেরা বিশাল মাঠ। মাঠে পিকনিকের জন্য জনপ্রতি এন্ট্রি ফি ৫০ টাকা। মাঠের মধ্যে বড় পুকুরে বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও চিলড্রেন পার্ক রয়েছে গেঁওখালিতে।সবমিলিয়ে এক মনোরম দৃশ্য দেখা যাবে গেঁওখালিতে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক