সোমালিয়া ওয়েব নিউজ: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টিটেটিভ ইকোনমিক্স (মেজর) এবং হিউম্যান রাইটস (মাইনর)-এর স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী আশিরা। প্রথম ভারতীয় যিনি প্রবন্ধ বিভাগে নোবেল শান্তি পুরস্কার চ্যালেঞ্জ পুরস্কার পেলেন। নোবেল মঞ্চেই তাঁকে দেওয়া হবে সংবর্ধনা। প্রথম বাঙালি হিসাবে এই পুরস্কার বাংলার মুকুটে নয়া পালক জুড়ে দিল।প্রবন্ধ বিভাগে নোবেল শান্তি পুরস্কার চ্যালেঞ্জ ২০২২ পেলেন আশিরা। নোবেল শান্তি পুরস্কার ফোরাম 2022-এর অনুষ্ঠানে (ডিসেম্বর ৯-১২, ২০২২; অসলো) অংশগ্রহণের জন্য আশিরাকে নরওয়ের নোবেল কমিটি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এই অনুষ্ঠানের সময়েই আশিরাকে সংবর্ধনা দেওয়া হবে।রোমে সেন্ট জর্জ ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল, নয়াদিল্লির সংস্কৃতি স্কুল, তেহরান ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা করেছেন আশিরা। পুণের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ ইন্ডিয়া, এবং হার্টফোর্ডের ট্রিনিটি কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি। আশিরার বাবা প্রবাসী বাঙালি। পেশায় আইপিএস অফিসার। আপাতত তিনি রাজস্থানে পোস্টেড।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু