সোমালিয়া ওয়েব নিউজ: অত্যাশ্চর্য ভাবে নতুন জীবন পেল দু’ বছর বয়সি এক শিশু। এক জলহস্তী তাকে প্রথমে গিলে নেয়। ভাগ্যক্রমে সেই ঘটনা চোখে পড়ে যায় এক পথচারীর। দেখামাত্রই তিনি পাথর দিয়ে আঘাত করতে থাকেন বিশালাকায় প্রাণীটিকে। তাতেই হল কাজ। জলহস্তীটি ওই শিশুকে উগরে দেয়। তার লালা, থুতুর সঙ্গে মিশে শিশু বাইরে বেরিয়ে আসে। গত সপ্তাহে এই বিস্ময়কর ঘটনা ঘটেছে আফ্রিকার উগান্ডায়।স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ওই শিশুর বাড়ি কাটওয়ে কাবাটোরো শহরে। সেখানে একটি হ্রদের পাশে বসে খেলছিল সে। আচমকাই এক ক্ষুধার্ত জলহস্তী বিশাল হাঁ করে তাকে গিলে নেয়। তবে উদরস্থ করার আগেই ক্রিসপাস ব্যাগোঞ্জা নামে এক প্রত্যক্ষদর্শী পাথর ছুড়ে আঘাত করে প্রাণীটিকে। সেই আঘাতেই সদ্য গিলে নেওয়া খাবার বমির মাধ্যমে বার করে দেয় জলহস্তীটি।পুলিশ জানিয়েছে ওই শিশুর নাম ইগা পল। তার দেহ মাথা থেকে পেট পর্যন্ত গিলে ফেলেছিল জলহস্তী। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এর পর পুলিশের তরফে শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়।
More Stories
১৩ হাজার ডলারের বিনিময়ে কেনা এক টুকরো বিরানভূমি, যা পরিণত হলো প্রকৃতির স্বর্গে
কেন ব্যবহার করা হয় “ঘট” হিন্দু পূজায়?
মা দুর্গার মুখে উর্ণনাভ: মহামায়ার চিহ্ন