October 5, 2025

ইরানের যুবক হলেন পৃথিবীর ক্ষুদ্রতম মানুষ

সোমালিয়া ওয়েব নিউজ: তাঁকে দেখলে মনে হবে যেন ৩-৪ বছরের শিশু। কেউ ধরতেই পারবেন না যে তিনি আসলে একজন পূর্ণবয়স্ক মানুষ! কারণ মাত্র ২ ফিট ১ ইঞ্চি উচ্চতা তাঁর। ওজনও খুব বেশি নয়। মাত্র সাড়ে ৬ কেজি। তিনি আফশিন ইসমাইল ঘাদেরজাদেহ। ইরানের এই যুবকই হলেন বিশ্বের ক্ষুদ্রতম মানুষ।বিশ্বের ক্ষুদ্রতম মানুষ হিসেবে ইতিমধ্যেই নাম তুলেছেন আফশিন। কিন্তু গিনিস বুকে নাম তুললে কী হবে, রোজকার জীবনে বেশ কিছু কাঠিন্যের মুখোমুখি হতে হয় তাঁকে। এত কম উচ্চতা হওয়ার ফলে তাঁর শরীরও দুর্বল। ফলে মোবাইলের মতো সাধারণ জিনিসও হাতে নিতে পারেন না তিনি।
আফশিনের বাবা-মা জানিয়েছেন, জন্মের সময় মাত্র ৭০০ গ্রাম ওজন তাঁর। ইরানের আজারবাইজান প্রদেশের বুখান কাউন্টির বাসিন্দা আফশিন। বর্তমানে ২ ফিট ১ ইঞ্চি উচ্চতা তাঁর। আফশিন জানিয়েছেন, গিনিস বুকে তাঁর নাম ওঠার ফলে অনেক মানুষ তাঁর ব্যাপারে জানতে পারবেন। মানুষ যদি তাঁকে সাহায্য করেন, তাহলে তিনি তাঁর সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন।

Loading