সোমালিয়া ওয়েব নিউজ: পুরুলিয়া অযোধ্যা মানে শুধুই কি পাহাড়? পাহাড়ের পাশাপাশি রয়েছে আরও অনেক কিছু। অযোধ্যা পাহাড়কে ঘিরে রয়েছে। সুবর্ণরেখা-কংসাবতী-দ্বারকেশ্বর এবং তাদেরকে কেন্দ্র করে তৈরি হয়েছে বেশ কয়েকটি বাঁধ। যার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা।দার্জিলিং, সুন্দরবন, দিঘা-মন্দারমনির মতো পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন তালিকায় জায়গা করে নিয়েছে পুরুলিয়া। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত দুটি ড্যাম, আপার ড্যাম ও লোয়ার ড্যাম। একাধারে ঘন অরণ্য অন্যদিকে প্রস্তর বাঁধ মাঝখান দিয়ে চলে গেছে সুবিস্তীর্ণ রাস্তা। যার সৌন্দর্য চাক্ষুষ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। অযোধ্যার হিল টপ যাওয়ার রাস্তাতেই পড়বে এই দুটি ড্যাম। পিকনিক করার জন্য একেবারে উপযুক্ত এই জায়গা দুটি।
আপার ড্যামের বিশেষত্ব হল এই ড্যামে জল সঞ্চয় করে রাখা হয় এবং পরবর্তীকালে সেই জলে টারবাইন চালিয়ে বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত করা হয়। এই জল পরবর্তীতে পৌঁছে যায় লোহার ড্যামে। আপার ড্যামে ফটো তোলার ওপর রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। পাশাপাশি ভৌগোলিক দিক থেকেও এই ড্যাম খুবই গুরুত্বপূর্ণ। এই ড্যামের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকেরা। শীত মানেই পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে পুরুলিয়ায়।
More Stories
আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কখন আতঙ্কিত, জেনে নিন
থাইরয়েড থেকে মুক্তি পাওয়ার উপায়
সস্তা খাদ্যের ফাঁদে স্বাস্থ্যব্যবসা: ভোক্তার অসচেতনতা থেকে কর্পোরেটের মুনাফা