October 6, 2025

প্রজাপতি ছবি নিয়ে প্রথমবার মুখ খুললেন তৃনমূল নেত্রী সায়নী ঘোষ

সোমালিয়া ওয়েব নিউজ: দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত প্রজাপতি সিনেমাটি বিতর্কের বিষয়বস্তু হয়ে ওঠেছে। ছবিটি সদ্যই মুক্তি পেয়েছে। আর দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছে ছবিটি নিয়ে। কিন্তু একইসাথে ছবিটির সাথে যোগ হয়েছে রাজনৈতিক তরজা। নন্দনে ছবিটি শো না পাওয়ায় অনেকেই সেখানে রাজনৈতিক বিদ্বেষ দেখতে পেয়েছেন।
অনেকেই অভিযোগ জানিয়েছেন যে, মিঠুন চক্রবর্তী শাসকদল তৃণমূলের বিরাগভাজন হওয়ার কারণেই নাকি এমন পরিণতি। রাজনৈতিক বৈরীতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাকও পাননি মিঠুন। তৃণমূল বিধায়ক চিরঞ্জিত কটাক্ষ হেনেছেন মহাগুরুর বিরুদ্ধে। সাথে সেই কটাক্ষ যে কতটা ন্যায্য সেটাও জানিয়েছেন তিনি।এইদিন যুব তৃণমূল সভাপতি স্পষ্ট বলেন, অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্কে মন্তব্য করার দুঃসাহস তার নেই। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে দলের যুব সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সাংসদ অভিনেত্রী সায়নী। সম্মেলনে এসেই প্রজাপতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি।

Loading