সোমালিয়া ওয়েব নিউজ: নতুন বছরের দিঘায় উপচে পড়া ভিড়। শেষ দুই বছর কোরোনার প্রকোপ সারা বিশ্ব কে তোলপাড় করে দিয়েছিলো। যে আপামর বাঙালি ঘুরতে ভালো বাসেন।আর একটু সময় পেলেই গন্তব্য হয় দীঘা কিন্তু শেষ দুই বছর নিয়মের বেড়াজালে সবাই ছিলেন আবধ্য। যদিও কোরোনার প্রকোপ আরও জাকিয়ে বসছে বিশ্বের কয়েক টি দেশে আর ভারতে ততটা ভয়াভয় নয়। সূত্র মারফত জানা যায় শেষ কয়েক দিনে ভারত বর্ষে এই মুহূর্তে 300-400 একটিভ কেস পাওয়া গেছে তবু ভয় যে আছে তা বলাই বাহুল্য।এদিন 2022 সাল কে গুড বাই জানিয়েএবং নতুন বছর 2023 কে স্বাগত জানাতে দিঘায় উপচে পড়া ভিড়।যদিও প্রতি বছরের মতো এবছর ও পূর্ব মেদিনীপুর প্রশাসনের পক্ষে দীঘাতে আঁটোসাঁটো নিরাপত্যার ব্যবস্থা করা হয়। অতিরিক্ত প্রায় 200 পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দলএদিন দীঘা থানার বড়বাবু কামার হাসেদ নাকি জানান, নতুন বছর কে স্বাগত জানাতে দীঘাতে কয়েক দিন আগে থেকেই ট্যুরিস্ট আসা শুরু হয়েছে আর নতুন বছরে আরও বেশি ট্যুরিস্টের সমাগম হয়।তাই আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন