October 5, 2025

রাস্তায় দাঁড়িয়ে টাকা ওড়াচ্ছেন এক ব্যক্তি, হতবাক এলাকার মানুষ

সোমালিয়া ওয়েব নিউজ: হঠাৎ ফ্লাইওভার থেকে সামনে উড়ে এসে পড়তে শুরু করল টাকা ! একবার, দু’বার নয়, বেশ কয়েকবার। না চোখের ভুল নয়। উড়ছে নোট। মুহূর্তে পড়ে গেল হুড়োহুড়ি। উড়ে আসা নোট কুড়িয়ে পকেটে পুরতে ছুটলেন অনেকেই। আর হঠাৎ এভাবে একজন জনৈক ব্যক্তির টাকা ওড়ানো দেখে বিস্ময় সবমহলে। ঘটনা বেঙ্গালুরুর। কর্ণাটকের রাজধানীর কেআর মার্কেটের ওপরের ফ্লাইওভারে ঘটা যে ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যালে। যা মুহূর্তে হয়ে গিয়েছে ভাইরাল । যে ভিডিও-র সত্যতা অবশ্য যাচাই করা হয়নি।ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোর্ট ও ট্রাউজার পরিহিত এক ব্যক্তি গলায় এক ওয়াল ক্লক ঝুলিয়ে তাঁর ব্যাগ থেকে ক্রমাগত টাকার একের পর এক বান্ডিল বের করে ছুড়ে দিচ্ছেন ফ্লাইওভার থেকে। ফ্লাইওভারের নিচে স্তব্ধ হয়ে থাকা ট্রাফিকে আটকানো মানুষজনের মধ্যে যে ওভাবে টাকা উড়ে আসা নিয়ে কোলাহল, হুড়োহুড়ি পড়ে গিয়েছে, তাও বেশ বোঝা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফ্লাইওভারের একদিকে বেশ কয়েকবার টাকা ছুড়ে দেওয়ার পর জনৈক ওই ব্যক্তি ফের ফ্লাইওভারের অন্যদিকে হেঁটে যাচ্ছেন সেখান থেকে টাকা ছোড়ার উদ্দেশ্য নিয়ে। ফ্লাইওভারের ওপরেও জনৈক ব্যক্তির কর্মকাণ্ড দেখে দাঁড়িয়ে পড়েছেন অনেকেই। সেখানেই দাঁড়িয়ে থাকা এক মোটর সাইকেল আরোহী ভিডিওটি করে শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে । যেখানে দেখা যাচ্ছে ফ্লাইওভারের ওপরে দাঁড়ানো কয়েকজন ওই ব্যক্তির কাছে সরাসরি আবেদন করছেন, কেন এভাবে ছুড়ছেন, বরং তাঁকে দিয়ে দিতে। 

Loading