October 6, 2025

মাধুরী দীক্ষিতের সাজন সিনেমা নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: বলিউডে তিনি একটা যুগ তৈরি করেছিলেন। তিনি মাধুরী দীক্ষিত। বলিউডেরে সর্বকালের অন্যতম সেরা নায়িকা। আজও তাঁর রূপের যাদু মুগ্ধ করে নতুন প্রজন্মকেও।সেই মাধুরী দীক্ষিতের ছেলে তার ছোট্ট বয়স থেকে কার গান পছন্দ করে এবং কোন গান পছন্দ করে তা এবার সকলকে জানিয়ে দিলেন মাধুরী। ইন্ডিয়ান আইডল ১৩-র মঞ্চে এসে মাধুরী হিমেশ রেশমিয়ার দিকে তাকিয়ে বলেন, তাঁর ছেলে হিমেশের এক অন্ধ ভক্ত। হিমেশ যখন তাঁর অন্যতম হিট গান ‘ঝলক দিখলা যা’ গেয়েছিলেন তখন মাধুরীর ছেলের বয়স ছিল ৩ বছর। সেই ছোট্ট বয়সেই তার এই গান ভাল লেগে গিয়েছিল। এখনও সে হিমেশের গানের অন্ধ ভক্ত। একথা মাধুরী সকলের সামনে প্রকাশ করেন।মাধুরী এই মঞ্চে এসে স্মৃতিচারণেও ডুবে যান। মাধুরী বলেন, তাঁর সিনেমা জীবনের অন্যতম হিট সাজন-এ একটি গান ছিল। গানটি ছিল ‘তু শায়র হ্যায় ম্যায় তেরি শায়রি’। এই গানে মাধুরী কীভাবে নাচবেন তা দেখিয়ে দিচ্ছিলেন কোরিওগ্রাফার চিন্নি প্রকাশ। গানের সঙ্গে কীভাবে নাচতে হবে তা চিন্নি প্রকাশ দেখিয়ে দিতে তা একেবারেই পছন্দ হয়নি মাধুরীর। তিনি তা স্পষ্ট করে বলেও দেন। কিন্তু চিন্নি প্রকাশ সেদিন তাঁকে বলেছিলেন ওই হুক স্টেপটিই করতে। এটাও বলেছিলেন যে ওই নাচই সকলের মন জয় করবে। মাধুরী বলেন, সেটাই সত্যি হয়। মাধুরীর ওই গানের সঙ্গে নাচটি প্রত্যেক দর্শকের ভাল লাগে।

Loading