সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যপাল সিবি আনন্দ বসুর জীবনের একটা বিরাট অংশ জুড়ে জড়িয়ে আছে কলকাতা। খুব সহজ ভাবে বলা ভাল, আইএএস হওয়ার আগে এসবিআইয়ের প্রবেশনাল অফিসার হিসাবে কাজ করার সময় তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্যামবাজারের মতো একটা ব্যস্ত এলাকাও।সেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে মূর্তিতে মাল্যদান করতে এসে তাঁকে সেই কারণেই বেশে কিছুটা নস্টালজিক হয়ে পড়তেও দেখা যায়। নেজাজির জন্ম জয়ন্তীতে তাঁর বক্তব্য রাখার সময়, বারবার সামনে আসে অতীতের দিনগুলোর কথা।বাংলার প্রতি তিনি যে কতটা আবেগপ্রবণ, তাও এদিন ধরা পড়ে তাঁর কথায়। এদিন বক্তব্য রাখার সময় তিনি বলেন, বাংলা ভাষা শিখতে চান তিনি। বাংলাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, ‘আমি বাংলা শিখব।’ সোমবার নেতাজির জন্মদিবসে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সিভি আনন্দ বোস। সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা উত্তর কলকাতা নেতাজি জন্মোৎসব কমিটির চেয়ারম্যান শ্যামলকুমার সেন। তাঁকে পাশে নিয়েই নেতাজির সঙ্গে পরিবারের ভাবাবেগের প্রসঙ্গ তুলে দেশনায়ককে ‘চিরঞ্জীবী’ বলে আখ্যায়িত করেন সিভি আনন্দ বোস।একইসঙ্গে এদিন তিনি জানিয়ে দেন, নেতাজি সম্পর্কিত কোনও প্রশ্ন ছাড়া আর কোনও প্রশ্নের উত্তর দেবেন না।এদিন বাস্তবিকই নেতাজির কথা ছাড়া আর কোনও কথা বলেনওনি তিনি।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা